আগরতলা, ১৩ মে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে নিজের ব্যাক্তিগত সামাজিক মাধ্যমে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে পুলিশ এক ব্যক্তিকে আটক করে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর জারুইলং বাড়ি এলাকার বাসিন্দা তাজুল ইসলাম মিয়া (৩৯) নিজ সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন। পেশায় সে একজন গাড়ির চালক। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, উচ্চ পদস্থ আধিকারিকরা একটি লিঙ্ক তেলিয়ামুড়ায় থানায় পাঠিয়েছিলেন। ওই লিঙ্কেই তাজুল ইসলাম মিয়া (৩৯) নিজ সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন তা দেখা গিয়েছিল। উচ্চ পদস্থ আধিকারিকদের নির্দেশ গতকাল রাতে অভিযুক্তকে আটক করা হয়েছে।

