অনুরাগ বসুর সুরভিত প্রেমগাথার শ্যুটিং শেষ করলেন কার্তিক আরিয়ান, দীর্ঘ সময়ের শিডিউল শেষে ইনস্টাগ্রামে জানালেন আপডেট

নয়াদিল্লি, ১৩ মে : বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান শেষ করলেন অনুরাগ বসুর পরিচালনায় আসন্ন একটি নামহীন সঙ্গীতময় প্রেমের গল্পের দীর্ঘ ও ক্লান্তিকর শ্যুটিং শিডিউল। এই খবর জানিয়ে কার্তিক নিজেই ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন, সঙ্গে লিখেছেন— “লাস্ট ডে অফ এ লং সিডিউল”।

এই সিনেমাটি ঘিরে নির্মাতারা এখনো বিস্তারিত কিছু প্রকাশ না করলেও, ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে— এই প্রজেক্টে অনুরাগ বসুর সঙ্গে কার্তিকের জুটি একেবারে নতুন এক অভিজ্ঞতা হতে চলেছে। সিনেমাটিতে সঙ্গীত থাকবে মূল চালিকাশক্তি হিসেবে, যেখানে থাকবে আবেগ, উন্মাদনা ও হৃদয়ছোঁয়া সুরের রোলার কোস্টার।

বহু সপ্তাহ ধরে চলা এই শিডিউলে কার্তিক একাধিক লোকেশনে শ্যুটিং করেছেন। চরিত্রে নিজেকে ভেঙে গড়ে তোলার এই যাত্রা যে সহজ ছিল না, তা তাঁর ইনস্টাগ্রাম পোস্টেই স্পষ্ট। ভক্তদের সঙ্গে এই আপডেট শেয়ার করে অভিনেতা যেন জানিয়ে দিলেন, তিনি কতটা সময় ও মানসিক শ্রম দিয়েছেন এই প্রজেক্টে।

‘বারফি!’ ও ‘লুডো’-র মতো অসাধারণ সিনেমার পরিচালক অনুরাগ বসু এবার এই প্রকল্পে তাঁর স্বতন্ত্র গল্প বলার ভঙ্গিকে কার্তিকের নতুন সৃষ্টিশীলতার সঙ্গে মেলাতে চলেছেন। সিনেমার নাম ও সঙ্গীতের লাইনআপ এখনও প্রকাশ করা হয়নি, তবে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে।

এই বড় শ্যুটিং পর্ব শেষ করে কার্তিক এখন প্রস্তুত ছবির পরবর্তী পর্যায়ের কাজের জন্য। বলিউডে নিজের অবস্থান ক্রমশ শক্তিশালী করে নেওয়া এই অভিনেতার প্রতিটি পছন্দই যেন আজকাল হিট হওয়ার চাবিকাঠি।