স্ত্রীকে অপহরণের অভিযোগ স্বামীর বিরুদ্ধে, থানায় মামলা

সোনামুড়া, ১৩ মে : এবার স্ত্রীকে অপহরণের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনা সোনামুড়া থানাধীন সোনাপুর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত ৪ নং ওয়ার্ড পাহাড়পুরে।

ঘটনার বিবরনে অপহৃতার মা নাসিমা খাতুন জানান, বিগত ১২ বছর পূর্বে একই গ্রাম পঞ্চায়েত এলাকার সূর্যনগর নিবাসী স্বর্গীয় আলী মিয়ার ছেলে আবু তাহেরের সাথে সামাজিক মতে বিয়ে হয় নাসিমা খাতুনের বড় মেয়ে নাজমা বেগমের। অভিযোগ বিয়ের পর থেকেই সময় সময়ে সামান্য বিষয়কে কেন্দ্র করে নাজমার উপর শারীরিক এবং মানসিক অত্যাচার করে তার স্বামী তথা অভিযুক্ত আবু তাহের। সে বিষয় নিয়ে দফায় দফায় সালিশি সভা হয়, এরই মধ্যে তাদের একটি ছেলে সন্তানেরও জন্ম হয় বর্তমানে সে মাদ্রাসায় পাঠরত।

কিন্তু অভিযোগ উঠে অভিযুক্ত আবু তাহের বিগত কয়েকদিন যাবত স্ত্রী নাজমার ওপর দুঃসহ অত্যাচার শুরু করে। তার সহ্য করতে না পেরে নাজমা নিজের বাপের বাড়িতে চলে আসে এবং মা এবং আত্মীয়-স্বজনদের নিকট আবেদন জানায় যেন তাকে আর স্বামীর বাড়িতে ফেরত না পাঠায়। কিন্তু নিরুপায় নাজমার মা নাসিমা খাতুন জানায় অভিভাবকহীন নাজমাকে দেখার ক্ষমতা তার নেই। তাই যেন সবকিছু সহ্য করে পুনরায় স্বামীর বাড়িতে চলে যায়। এরপর গ্রামের মুরুব্বীদের সাথে কথা বলে পুনরায় আবু তাহেরের বাড়িতে মেয়েকে পাঠাবে বলে স্থির হয় কিন্তু অভিযোগ ওঠে আজ সকাল প্রায় নটায় যখন নাজমার মা নাসিমা খাতুন মেয়েকে বাড়িতে একা রেখে রেশন সামগ্রী নিতে যান, তখনই নাকি অভিযুক্ত আবু তাহের সাঙ্গোপাঙ্গদের নিয়ে এসে নাজমাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।

ঘটনার খবর জানতে পেরে নাজমার মা নাসিমা খাতুন বাড়িতে ছুটে যান এবং এলাকাবাসীর কথা মোতাবেক থানার দ্বারস্থ হন। অভিযুক্ত আবু তাহের এর বিরুদ্ধে থানায় মামলা করেন। তিনি এও জানান এর পূর্বেও তার মেয়েকে বিক্রি করে দেবে বলে রাজধানীর উদ্দেশ্যে নিয়ে যায় অভিযুক্ত আবু তাহের। পরবর্তী সময়ে কোনক্রমে মেয়ে বাড়িতে ফিরে এসে ঘটনা জানায়। তাই তার সন্দেহ নাকি পুনরায় এই ন্যাকারজনক ঘটনা সংঘটিত করার উদ্দেশ্যেই মেয়েকে বাড়ি থেকে অপহরণ করল অভিযুক্ত আবু তাহের। নিরুপায় মা এখন সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে রাজ্য প্রশাসনের নিকট মেয়েকে ফিরে পাওয়ার আর্জি জানান।