আগরতলা, ১৩ মে : রাবার বিক্রির টাকা নিয়ে স্বামী এবং স্বামীর বোনের হাতে গুরুতরভাবে আক্রান্ত হলেন এক গৃহবধূ। ঘটনা কমলাসাগর বিধানসভার মধুপুর থানাধীন হরিহরদোলা নতুন কলোনি এলাকায়। পরবর্তী সময়ে স্ত্রী বাধ্য হয়ে মধুপুর থানায় অভিযুক্ত স্বামী প্রদীপ দাস এবং তার বোন কল্পনা নম- র বিরুদ্ধে মামলা দায়ের করে। এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা দেখা দেয় হরিহরদোলা নতুন কলোনী এলাকায়।
ঘটনার বিবরণে প্রকাশ, গত ১৬ বছর পূর্বে রাধানগর এলাকার মৃত অমৃত দাসের কন্যা কাজল রানী দাসের সাথে সামাজিকভাবে বিবাহ হয় বিশালগড় মধ্যলক্ষ্মীবিল এলাকার মৃত সাধন দাশের ছেলে প্রদীপ দাসের। যদিও সেই বিয়েটি প্রদীপ দাসের বোন কল্পনা নম:র পছন্দ মতেই হয়েছিল। বিয়ের পর দশ থেকে পনের দিন ভালো থাকার পর থেকেই স্ত্রী কাজল রানী দাসের উপর অত্যাচার শুরু করে স্বামীর বোন কল্পনা নম এবং স্বামী প্রদীপ দাস।
কাজল রানী দাসের অভিযোগ দীর্ঘদিন ধরেই সংসারে চলে অশান্তি। একটা সময় কাজল রানী দাস সাত মাসের গর্ভবতী হয় প্রচন্ড মারধোরের যন্ত্রণায় মধ্যলক্ষীবিল স্বামীর বাড়ি ছেড়ে চলে আসে বাবার বাড়ি রাধানগর এলাকায়। কিন্তু এখানে এসেও কল্পনা নম: সর্বদাই তার ওপর আক্রমণ চালায় তার বাবার বাড়িতে এসে, এমনটাই অভিযোগ। গত কয়েকদিন পূর্বে অনেক কষ্ট করে কাজল রানী দাস রাবার বিক্রি করে কিছু টাকা উপার্জন করে। সেই টাকা বলপূর্বকভাবে কল্পনা নম: নিয়ে যায় বলে অভিযোগ। আর সেই টাকা চাইতেই তার ওপর মারধোর শুরু করে স্বামী এবং তার বোন কল্পনা নম:। অভিযোগ মঙ্গলবার সকালবেলা রাবারের সেই টাকা চাওয়াকে কেন্দ্র করে বেধড়ক মারধোর শুরু করে তার স্বামী প্রদীপ দাস। একটা সময় তার স্বামী এবং স্বামীর বোন তাকে গলায় আঘাত করে প্রাণে মারার চেষ্টাও করে বলেও অভিযোগ। পরে বাধ্য হয়ে মধুপুর থানায় অভিযুক্ত স্বামী এবং তার বোনের বিরুদ্ধে মামলা দায়ের করে। অভিযুক্ত স্বামী ও তার বোনের কঠোর শাস্তির দাবি করেছেন গৃহবধূ।

