উত্তর ভারতে নিরাপত্তার কারণে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো-র একাধিক উড়ান বাতিল

নয়াদিল্লি, ১৩ মে — যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে উত্তর ভারতের বিভিন্ন গন্তব্যে আজ একাধিক উড়ান বাতিল করেছে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো।

এয়ার ইন্ডিয়া এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে আজ জম্মু, লেহ, জোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় ও রাজকোট থেকে আগমন ও প্রস্থানের সমস্ত উড়ান বাতিল করা হয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং যাত্রীদের দ্রুততম সময়ে তথ্য জানানো হবে। আরও তথ্যের জন্য যাত্রীদের সংস্থার ওয়েবসাইট বা কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

অপরদিকে, ইন্ডিগো সংস্থাও আজকের দিনটিতে জম্মু, শ্রীনগর, লেহ, অমৃতসর, চণ্ডীগড় ও রাজকোট বিমানবন্দর থেকে আসা-যাওয়া করা সমস্ত উড়ান বাতিল করেছে।

দিল্লি বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে, সেখানকার বিমান চলাচল আপাতত স্বাভাবিক রয়েছে। তবে, নাগরিক বিমান চলাচল নিরাপত্তা ব্যুরো (BCAS)-র নির্দেশিকা অনুযায়ী আকাশপথে চলমান পরিস্থিতির কারণে কিছু উড়ানের সময়সূচিতে পরিবর্তন হতে পারে। তাই যাত্রীদের তাদের নির্ধারিত সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার অনুরোধ জানানো হয়েছে।