রাতের আঁধারে দোকানে দুঃসাহসিক চুরি

আগরতলা, ১৩ মে: রাতের আঁধারে কমলপুর থানার দুরাই শিববাড়ি বাজারে একটি দোকানে দুঃসাহসিক চুরি হয়েছে। ওই ঘটনায় কমলপুরে রাতের নিরাপত্তায় ফের একবার প্রশ্ন উঠেছে। চোরের দল হানা দিয়ে বিভিন্ন মূল্যবান সামগ্রী সহ নগদ ১২ হাজার টাকা নিয়ে পালিয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল রাতে কমলপুর থানার দুরাই শিববাড়ি বাজারে রনজিৎ দেবের মুদি দোকানে হানা দেয় নিশিকুটম্বের দল। চোরের দল হানা দিয়ে মূল্যবান সামগ্রী সহ নগদ ১২ হাজার টাকা নিয়ে পালিয়েছে। আজ সকালবেলা দোকান খুলতে গিয়ে চুরির বিষয়টি স্থানীয় দোকানদারদের নজরে আসে। সঙ্গে সঙ্গে কমলপুর থানায় খবর দিয়েছেন। চুরির খবর পেয়ে থানাবাবুরা ঘটনাস্থল পরিদর্শনে যান।

অনুমান এলাকার নেশাগ্রস্ত বখাটে কিছু যুবক এই চুরির সাথে যুক্ত। এই চুরির ঘটনায় এলাকার ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে।