মুম্বাই, ১২ মে : মুম্বাইয়ের লাইফলাইন হিসেবে পরিচিত লোকাল ট্রেন এক ভয়াবহ ঘটনার কারণে আবারও আলোচনায় উঠে এসেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, কল্যাণ থেকে মুম্বই সিএসটি অভিমুখে আসা লেডিস স্পেশাল ট্রেন চলাকালীন সময় মহিলা যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের বাইরের দিক থেকে ঝুলে আছেন। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে, যখন কল্যাণ লেডিস স্পেশাল ট্রেন ৪০ মিনিট দেরিতে আসে। ফলে প্ল্যাটফর্ম ও ট্রেনের ভেতর অতিরিক্ত ভিড় জমে যায়। ভিড় সামাল দিতে না পেরে বহু মহিলা যাত্রী বাধ্য হয়ে ট্রেনের দরজায় ঝুলে যাত্রা করেন।
ভিডিওটি শেয়ার করে মুম্বই রেলওয়ে ইউজারস নামক একটি এক্স অ্যাকাউন্ট থেকে লেখা হয়, “আজকের কল্যাণ লেডিস স্পেশাল ৪০ মিনিট দেরি করে আসে। ফলে মহিলা যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে দরজায় ঝুলে যাত্রা করতে হয়েছে। রেল কর্তৃপক্ষ একে বিপজ্জনক বলে, কিন্তু দেরি থামে না।” ভিডিওতে একজন মহিলা চিৎকার করতে শোনা যায়, আরেকজন ক্যামেরা দেখে মুখ ফিরিয়ে নেন। এই ঘটনা ঘিরে সামাজিক মাধ্যমে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।
রেলওয়ের সেবামূলক হেল্পলাইন ‘RailwaySeva’ দ্রুত প্রতিক্রিয়ায় জানায়, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হয়েছে। তারা সেন্ট্রাল রেলওয়ের আরপিএফকেও ট্যাগ করে দ্রুত তদন্তের অনুরোধ জানিয়েছে। জনৈক সামাজিক মাধ্যমের ব্যবহারকারী মন্তব্য করেন, “মানুষদের অফিসে যেতে একটু আগে বের হওয়া শিখতে হবে। এই ধরনের ঝুঁকি এক মুহূর্তে জীবনকে ধ্বংস করে দিতে পারে।” আরেকজন লেখেন, “মুম্বই লোকাল সমস্যার সমাধান করুন। বিশাল পরিসরে নেটওয়ার্ক সম্প্রসারণ প্রয়োজন।” তৃতীয় একজন বলেন, “প্রতিদিনই ট্রেন দেরি করছে, অথচ সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করলেও রেলওয়ের পক্ষ থেকে কোনো সাড়া নেই।” চতুর্থ একজন লেখেন, “প্রতিদিন এই ঘটনা ঘটছে। দরজা বন্ধ এসি লোকাল ট্রেন দ্রুত চালু করা হোক।” এই ঘটনা ফের প্রশ্ন তুলেছে মুম্বইয়ের জনপরিবহন পরিকাঠামোর বর্তমান পরিস্থিতি ও তার জরুরি সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে।

