কোহিমা, ১২ মে : জাতীয় সড়কের উন্নয়ন প্রকল্পে দীর্ঘ বিলম্বের প্রতিবাদে নাগাল্যান্ডের পেখ জেলায় আজ (১২ মে) থেকে অনির্দিষ্টকালীন অবরোধ শুরু করেছে ছাত্র সংগঠন চাকেশাং স্টুডেন্টস’ ইউনিয়ন । কোহিমা-জেসসামি জাতীয় সড়কের প্যাকেজ-২ প্রকল্পের আওতাধীন কিকরুমা অঞ্চলে এই অবরোধ চলছে।
২৯ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি পেখ, কিফির, মেলুরি ও কিকরুমা-সহ চারটি জেলার মানুষদের জন্য গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। তবে, নির্মাণকারী সংস্থা ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এবং তাদের ঠিকাদার সংস্থা যথাসময়ে কাজ সম্পন্ন করতে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ছাত্র সংগঠন।
চাকেশাং স্টুডেন্টস’ ইউনিয়নের সভাপতি ফুলো সারা জানান, “রাস্তার গর্ত মেরামত, ভূমিধস থেকে সৃষ্ট ধ্বংসাবশেষ পরিষ্কার, যথাযথ নিকাশী ব্যবস্থা এবং নির্মাণকাজে গতি আনার দাবি জানিয়ে একাধিকবার স্মারকলিপি দেওয়া হয়েছে। এমনকি সাম্প্রতিক প্রতিবাদ সমাবেশের পরেও কোনও কার্যকর প্রতিক্রিয়া মেলেনি।”
আগামী বর্ষা মরসুমে রাস্তার বেহাল দশা সাধারণ মানুষের জন্য বিপদের কারণ হতে পারে বলেও সতর্ক করেছে সিএসইউ।
অবরোধের আওতায় ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এবং তাদের ঠিকাদার সংস্থার যানবাহনের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আন্দোলন যতদিন না দাবি পূরণ হয়, ততদিন চলবে বলে জানিয়েছে ছাত্র সংগঠনটি।

