নয়াদিল্লি, ১২ মে: পাকিস্তানে ৯টি জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সেনার অভিযানের পরই দেশজুড়ে বেশ কয়েকটি বিমানবন্দরে বিমান চলাচলে কড়া নিয়ন্ত্রণ আরোপ করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় উত্তর ও পশ্চিম ভারতের ৩২টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং ২৫টি গুরুত্বপূর্ণ আকাশপথ বন্ধ রাখা হয়। তবে সোমবার ধাপে ধাপে সেগুলি আবারও চালু করার প্রক্রিয়া শুরু করেছে এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়া।
এদিন এএআই একাধিক বিমানচালকদের জন্য বিজ্ঞপ্তি জারি করে বিমানবন্দর ও রুট পুনরায় চালুর ঘোষণা করেছে। জানা গিয়েছে, মুম্বই ফ্লাইট ইনফরমেশন রিজিওনের অধীনে থাকা মুদ্রা, জামনগর, রাজকোট, পোরবন্দর, কাণ্ডলা, কেশোদ ও ভুজ বিমানবন্দর পুনরায় চালু হয়েছে।
অন্য এক বিমানচালকদের জন্য বিজ্ঞপ্তি অনুসারে, শ্রীনগর, জম্মু, হিন্দন, সারসাওয়া, উত্তারলাই, আওয়ানতিপুর, অম্বালা, কুলু, লুধিয়ানা, কিশনগড়, পাতিয়ালা, শিমলা, কাংড়া, বাথিন্ডা, জয়সলমির, যোধপুর, বিকানের, হালওয়ারা, পাঠানকোট, লেহ এবং চণ্ডীগড় বিমানবন্দরেও বিমান চলাচল পুনরায় চালু করার নির্দেশ এসেছে।
সোমবার ভোরে ভারতীয় বায়ুসেনা জানায়, সীমান্ত এলাকাগুলিতে কোনও ধরনের “সক্রিয়তা” লক্ষ্য করা যায়নি। “জম্মু ও কাশ্মীর সহ আন্তর্জাতিক সীমান্ত বরাবর রাত ছিল মোটামুটি শান্তিপূর্ণ”—বলে জানায় আইএএফ। এর পরেই ধাপে ধাপে বিমান চলাচল শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এএআই-এর এক কর্মকর্তা জানিয়েছেন, “বিমানবন্দর খুলে দেওয়া মাত্রই ফ্লাইট চলবে না। সংশ্লিষ্ট এয়ারলাইনের ফ্লাইট পরিকল্পনার ওপর নির্ভর করে সেটি।” তিনি আরও জানান, রুট চালু হলেও কিছুটা সময় লাগবে ফ্লাইট অপারেশন স্বাভাবিক হতে।
নাগরিক বিমান পরিবহন নিরাপত্তা ব্যুরো-এর নির্দেশ অনুযায়ী, ১৮ মে পর্যন্ত কড়া নিরাপত্তা ব্যবস্থায় চলছে বিমানবন্দরগুলো। ভিজিটর এন্ট্রি নিষিদ্ধ করা হয়েছে এবং ভিজিটর টিকিট বিক্রি বন্ধ রয়েছে। বোর্ডিং গেটেও অতিরিক্ত যাত্রী ও ব্যাগেজ চেক করা হচ্ছে।
যাত্রীদের আগাম সতর্ক করা হয়েছে যেন তাঁরা নির্ধারিত ফ্লাইটের অন্তত তিন ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছান। চেক-ইন বন্ধ করা হচ্ছে ফ্লাইট ছাড়ার ৭৫ মিনিট আগে।
শনিবার পাকিস্তান আন্তর্জাতিক বিমান চলাচলের জন্য তার আকাশপথ খুলে দিলেও ভারতীয় এয়ারলাইন্স ও ভারত-নিবন্ধিত উড়ানগুলোর জন্য এখনো সেই পথ বন্ধ। ফলে ইউরোপ, আমেরিকা, কানাডাগামী ভারতীয় আন্তর্জাতিক ফ্লাইটগুলিকে ঘুরিয়ে মুম্বই, আরব সাগর ও মাসকাট হয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
বন্ধ রাখা ৩২টি বিমানবন্দরের তালিকা হল : আধামপুর, অম্বালা, অমৃতসর, আওয়ানতিপুর, বাথিন্ডা, ভুজ,বিকানের, চণ্ডীগড়, হালওয়ারা, হিন্দন, জয়সলমির, জম্মু, জামনগর, যোধপুর,কাণ্ডলা, কাংড়া,কেশোদ, কিশনগড়, কুলু মানালি, লেহ,লুধিয়ানা, মুদ্রা,নালিয়া, পাঠানকোট,পাতিয়ালা.পোরবন্দর,রাজকোট,সারসাওয়া, শিমলা, শ্রীনগর, থোইসে, উত্তারলাই।
পরিস্থিতির উন্নতি সাপেক্ষে বাকি বিমানবন্দর ও রুট গুলিও ধাপে ধাপে চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যুদ্ধকালীন উত্তেজনার মাঝে এই ধরণের দ্রুত পদক্ষেপ সাধারণ যাত্রীদের স্বস্তি এনে দিয়েছে।

