ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার মাঝে কি আইপিএল এর নতুন সূচি প্রকাশ করবে বিসিসিআই?

মুম্বাই, ১১ মে : ভারত ও পাকিস্তানের সীমান্তে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণার পর, আইপিএল ২০২৫ পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে। বিসিসিআই সূত্রে জানা গেছে, আজ রবিবারই প্রতিযোগিতার বাকি ম্যাচগুলোর নতুন সূচি প্রকাশ করতে পারে বোর্ড।

জানা গেছে, সম্প্রচার এবং প্রযুক্তিগত টিমকে আগের নির্ধারিত ভেনুগুলোতে প্রস্তুত থাকতে বলা হয়েছে। তবে হিমাচল প্রদেশের ধর্মশালা স্টেডিয়ামে অনিশ্চয়তা রয়ে গেছে। সীমান্তের নিকটে অবস্থিত হওয়ায় সেখানে পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ মাঝপথে স্থগিত হয়ে যায়। এই ভেনুটি আপাতত তালিকা থেকে বাদ পড়তে পারে।

তবে মুম্বাই, চেন্নাই, কলকাতা ও হায়দরাবাদের মতো শহরগুলোতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে সেখানেই অনুষ্ঠিত হতে পারে বাকি ১৬টি ম্যাচ, যার মধ্যে রয়েছে চারটি প্লে-অফের খেলা।

বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ নিশ্চিত হলে এবং যুদ্ধবিরতি বজায় থাকলে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সম্পূর্ণ টুর্নামেন্ট শেষ করার পরিকল্পনা রয়েছে বিসিসিআই-এর। ইতোমধ্যে দল-মালিক, সম্প্রচারকারী চ্যানেল ও সরকারি এজেন্সিগুলোর সঙ্গে আলোচনার প্রস্তুতি নিচ্ছে বোর্ড।

বিসিসিআই-এর তরফ থেকে আজকের মধ্যেই একটি আনুষ্ঠানিক বিবৃতি আসতে পারে বলে আশা করা হচ্ছে।