তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসকদের খামখেয়ালিপনায় ভুগছে সাধারণ মানুষ

তেলিয়ামুড়া, ১১ মে: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে একাংশ চিকিৎসকের খামখেয়ালিপনার কারণে স্বাস্থ্য পরিষেবা কার্যত লাটে উঠেছে বলে অভিযোগ উঠেছে। রোগী ও তাঁদের পরিবারের অভিযোগ, হাসপাতালে সময়মতো চিকিৎসক পাওয়া যায় না, জরুরি বিভাগেও অবহেলা চোখে পড়ার মতো।

এই অবস্থার জন্য সরাসরি মহকুমা স্বাস্থ্য আধিকারিকের ব্যর্থতাকে দায়ী করেছেন স্থানীয়রা। অভিযোগ, তিনি হাসপাতাল পরিচালনায় সম্পূর্ণরূপে ব্যর্থ। হাসপাতালে চিকিৎসা পরিষেবার মান ক্রমশ নিম্নমুখী, রোগীদের ঠিকমতো ওষুধ ও সেবা দেওয়া হচ্ছে না।

একজন রোগীর আত্মীয় ক্ষোভের সঙ্গে বলেন, “রোগী নিয়ে হাসপাতালে আসার পর ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও চিকিৎসককে পাওয়া যাচ্ছে না। অনেক সময় রোগীকে বাইরে নিয়ে যেতে বাধ্য হচ্ছি।”

এদিকে এই পরিস্থিতি নিয়ে এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ বা স্বাস্থ্য বিভাগের এই বিষয়ে কোনো উপযুক্ত প্রতিক্রিয়া দিচ্ছেন না। এতে ক্ষোভ বিরাজ করছে জনমনে।