আগরতলা, ১১ মে: অন্যান্য বছরের মতো এবছরও শ্রীশ্রী কৈবল্যনাথের স্বরূপ চতুর্থ বিদেহী মোহন্ত মহারাজ শ্রদ্ধেয় ভবতোষ বন্দ্যোপাধ্যায়ের তিরোধান বার্ষিকী স্মরণে বনমালীপুরস্থিত শ্রীশ্রী রাম ঠাকুর সেবা মন্দির প্রাঙ্গণে রবিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
উৎসবের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে রক্তদানের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং সমাজের যুবসমাজকে স্বেচ্ছায় রক্তদানে অংশগ্রহণের আহ্বান জানান।
মুখ্যমন্ত্রী বলেন, “রক্তদান এক মহৎ সামাজিক দায়িত্ব। এক ফোঁটা রক্ত একটি প্রাণ বাঁচাতে পারে। যুব সমাজ যদি এগিয়ে আসে, তাহলে রাজ্যে রক্তের ঘাটতি আর থাকবে না।”
এই রক্তদান উৎসব ঘিরে এলাকায় এক বিশেষ সামাজিক আবহ সৃষ্টি হয়। আয়োজক সংস্থার পক্ষ থেকেও ভবিষ্যতে আরও এমন জনসেবামূলক কর্মসূচির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

