হর ঘর জলের বাস্তব রূপ, এন সি নগরের বাসিন্দারা পানীয় জলের তীব্র সংকটে

সোনামুড়া, ১০ মে : ‘হর ঘর জল’ প্রকল্পের আওতায় ঘরে ঘরে পানীয় জলের সরবরাহ নিশ্চিত করার প্রতিশ্রুতি থাকলেও, বাস্তবে তার রূপ ভিন্ন। সোনামুড়া মহকুমার অন্তর্গত বক্সনগর ব্লকের এন সি নগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা বর্তমানে তীব্র জল সংকটে ভুগছেন।

স্থানীয়দের অভিযোগ, বহু বাড়িতে পাকা জল সংযোগ স্থাপন করা হলেও সেই সংযোগ থেকে জল আসছে না। বিকল্প হিসেবে গ্রামে মিনি ডিপ টিউবওয়েলের মাধ্যমে কখনো সখনো জল সরবরাহ করা হলেও তা যথেষ্ট নয় এবং তাতে নিয়মিততা নেই।

এছাড়াও, যা জল সরবরাহ করা হচ্ছে, তার মান নিয়েও প্রশ্ন উঠেছে। গ্রামবাসীদের অভিযোগ, সেই জল অপরিশ্রুত এবং পানের অযোগ্য। আয়রন মিশ্রিত সেই জল দৈনন্দিন ব্যবহারেরও অনুপযুক্ত, ফলে স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি নিত্যদিনের কাজে চরম অসুবিধায় পড়ছেন স্থানীয় মানুষজন।

প্রতিবাদ ও সমস্যার কথা স্থানীয় পঞ্চায়েত প্রধান ও বিধায়ককে জানিয়েও কোন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। সীমান্তবর্তী এই অঞ্চলের মানুষের দাবি, অবিলম্বে এই সংকটের সমাধানে এগিয়ে আসুক সংশ্লিষ্ট দপ্তর।

পানীয় জলের মতো একটি মৌলিক সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন এন সি নগরের বাসিন্দারা।