গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার,

আগরতলা, ১০ মে: এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। গৃহবধুর বাড়ির লোকজনের অভিযোগ, তাকে মেরে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে। ওই ঘটনায়
মেলাঘর থানার অন্তর্গত মেলাঘর চর এলাকার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার বিবরণে গিয়েছে, মেলাঘর থানার অন্তর্গত মেলাঘর চর এলাকার বিশ্বজিৎ বর্মনের স্ত্রী পার্বতী বর্মন দেবনাথ শনিবার দুপুরে স্বামীর বাড়িতে পরিবারের অন্যান্যদের উপস্থিতিতে ফাঁসিতে আত্মহত্যা করে। এই গৃহবধূর স্বামী সহ দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। পরবর্তী সময়ে পরিবারের অন্যান্যরা পার্বতী বর্মন দেবনাথের ঝুলন্ত মৃত দেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশেপাশের বাড়ি ঘরের লোকজন ছুটে আসে। খবর দেওয়া হয় মেলাঘর থানায়। খবর পেয়ে মেলাঘর থানার পুলিশ ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। খবর পেয়ে ছুটে আসেন মৃত গৃহবধূ পার্বতী বর্মন দেবনাথের বাবার বাড়ির লোকজন।

মৃতা গৃহবধুর বাড়ির লোকজন অভিযোগ, করেন তাকে মেরে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে। জানাগেছে ওই মহিলার বাবার বাড়ি উদয়পুর জগন্নাথ টিলা এলাকায়।পার্বতী বর্মন দেবনাথের ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন তার বাবার বাড়ির লোকজন সহ স্বামী ও সন্তানরা। তবে পুলিশের ধারণা সাংসারিক অশান্তির কারণেই এই আত্মহত্যার পথ বেছে নিলো গৃহবধূ পার্বতী বর্মন দেবনাথ। এই ব্যাপারে মেলাঘর থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গেছে ময়নাতদন্তের পর পার্বতী বর্মন দেবনাথ এর মৃতদেহ তার পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে। তবে মৃত গৃহবধূর বাবার বাড়ির লোকজন জেলা পুলিশ সুপারের নিকট উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত করার দাবী জানিয়েছেন পাশাপাশি অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করেছেন।