আগরতলা, ১০ মে: প্রয়াত হলেন করবুক বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক বুৰ্ব মোহন ত্রিপুরা। তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। তাছাড়া, তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা। তাছাড়া, আজ সকালে তাঁর মরদেহ বিধানসভা প্রাঙ্গনে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁর নশ্বর দেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তাঁর মন্ত্রী, বিধায়ক এবং সহর্কমীরা।
রাজ্য বিধানসভার প্রাক্তন বিধায়ক বুর্ব মোহন ত্রিপুরা আকষ্মিক প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি সামাজিক মাধ্যমে লেখেন, তাঁর প্রয়াণে আমি গভীরভাবে মর্মাহত। আমি উনার বিদেহী আত্মার সদগতি কামনা করি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনার পরিবার প্রিয়জনকে যাতে এই বিয়োগ ব্যাথা সহ্য করার শক্তি প্রদান করেন।
তাঁর প্রয়াণে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন মন্ত্রী রতন লাল নাথ। তিনি লেখেন, রাজ্যের প্রাক্তন বিধায়ক এবং আমার এক সময়কার সহকর্মী বুর্ব মোহন ত্রিপুরার প্রয়াণে আমি শোকস্তব্ধ। তার শোকাহত পরিজনদের আমি সমবেদনা জানাই। পরম করুণাময়ের কাছে তাঁর আত্মার সদগতি কামনা করি।

