অবশেষে দেশে ফিরলেন পশ্চিমবঙ্গের এক যুবক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া,১০ মে: অবশেষে বাংলাদেশের কারাগার থেকে দেশে ফিরলেন পশ্চিমবঙ্গের এক যুবক। আজ বিজিবি ভারত ও বাংলাদেশের ইমিগ্রেশন এবং পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে ওই যুবককে বিএসএফের কাছে হস্তান্তর করেছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গত ২০২৩ সালের ১১ ডিসেম্বর দীপঙ্কর দাস (৩৩) ও তাঁর মাকে বাংলাদেশ প্রবেশ নিয়ন্ত্রণ আইনের ৪ ধারা অনুসারে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁদের বাড়ি, পশ্চিমবঙ্গের কালিনগরের মুহুরিঘাট এলসিএস। তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে বাংলাদেশ পুলিশ। ৭ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু আইনী বেড়াজালের কারণে ছেলে দীপঙ্কর দাসকে ১৭ মাস পর মুক্তি দেওয়া হয়েছে। তাঁর মা এখনো জেল হেফাজতে আছেন। আজ ১১.০০ টা থেকে ১১.৩০ টা পর্যন্ত বিএসএফের ৪৩ নং ব্যাটেলিয়ান এবং বিজিবির ৪ নং ব্যাটেলিয়ানের ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে মুহুরিঘাট কাস্টম অফিসের কাছে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

তাঁকে দক্ষিণ ত্রিপুরার মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। আজ পরশুরাম থানা (বিডি) কারাগারে বন্দী মুক্তিপ্রাপ্ত ব্যক্তিকে দক্ষিণ ত্রিপুরার থানা বিলোনিয়ায় হস্তান্তর করেন। বর্তমানে সে বিলোনিয়া থানার আছেন।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিলোনিয়া থানার পরিদর্শক সুকান্ত ত্রিপুরা। পরিদর্শক এসএইচ. এলএম হাকিপ (বিলোনিয়া বিএসএফ ক্যাম্পের কোর কমান্ডার) এবং বিলেনিয়া থানার অর্ন্তগত অন্যান্য পুলিশ আধিকারিকরা। তাছাড়া, উপস্থিত ছিলেন বাংলাদেশ থানার এএসআই- রাকিব মিয়া, পরশুরাম থানায় উপপরিদর্শক সহিদ হোসেন এবং অন্যান্য বিজিবি কর্মীরা অংশগ্রহণ করেন।