শিশু সহ বাংলাদেশী দম্পতিকে আটক

আগরতলা, ১০ মে: সীমান্ত রক্ষীবাহিনীর চোখে ধুলো দিয়ে ত্রিপুরায় অনুপ্রবেশের দায়ে শিশু সহ এক বাংলাদেশী দম্পতিকে আটক করে ইরানি থানার পুলিশ। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, ত্রিপুরায় প্রতিনিয়তই বাংলাদেশি অনুপ্রবেশ চলছে। সীমান্ত সুরক্ষা বাহিনী কঠোর নজরদারি থাকা সত্ত্বেও বাংলাদেশি অনুপ্রবেশ বন্ধ করা যাচ্ছে না। দালালদের মারফতে কাঁটাতারের বেড়া অতিক্রম করে রাজ্যে বাংলাদেশের অনুপ্রবেশ এর ঘটনা নিত্যদিনের হয়ে দাঁড়িয়েছে। গতকাল সন্ধ্যায় ঢেপাছড়া এলাকা থেকে একজন মহিলা এবং পুরুষকে গ্রেফতার করেছে।

এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ৯ মে রাতে ইরানি থানার খবর আসে ঢেপাছড়া এলাকা বাংলাদেশী নাগরিক বসবাস করছেন। ওই খবরের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়েছে। অভিযানে শিশু সহ বাংলাদেশী দম্পতিকে আটক করেছে। তাদের কাছ থেকে ৫০০০ ভারতীয় মুদ্রা, বাংলাদেশী আইডি কার্ড এবং মোবাইল উদ্ধার করেছে।