আগরতলা, ১০ মে : শনিবার আগরতলার রাজনগর উচ্চ বিদ্যালয়ে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরটি অনুষ্ঠিত হয় আগরতলা পৌর নিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের মাননীয়া কাউন্সিলর নিতু দে গুহ’র উদ্যোগে এবং ধলেশ্বর শ্রী শ্রী রামকৃষ্ণ মঠ ও মিশনের সহযোগিতায়।
উক্ত স্বাস্থ্য শিবিরটি পরিদর্শন করেন আগরতলার মাননীয় মেয়র ও রামনগরের বিধায়ক দীপক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তুষার কান্তি ভট্টাচার্য, কাউন্সিলর মনোজ কান্তি দেবরায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শুক্লা দামপাল, ধলেশ্বর রামকৃষ্ণ মিশনের মহারাজ শান্তনুনন্দজী এবং অন্যান্য বিশিষ্টজনেরা।
শিবিরে স্থানীয় বাসিন্দাদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের সক্রিয় অংশগ্রহণে শিবিরটি সার্থক হয়।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার এই মহতী উদ্যোগের জন্য কাউন্সিলর নিতু দে গুহ এবং রামকৃষ্ণ মিশনের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই ধরনের স্বাস্থ্য শিবির সাধারণ মানুষের কাছে অত্যন্ত উপকারী। আগামী দিনে আরও বেশি করে এই রকম কর্মসূচি গ্রহণের মাধ্যমে মানুষকে উপকৃত করার প্রয়োজন রয়েছে।
