পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের প্রেক্ষিতে জাতীয় ঐক্যের ডাক দিলেন কেরালার মুখ্যমন্ত্রী, রাজ্যের ভূমিকা নিয়ে মন্ত্রিসভা বৈঠক

কন্নুর, ৯ মে: প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে চলমান সংঘর্ষের মধ্যে জাতীয় ঐক্যের আহ্বান জানালেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। শুক্রবার ‘এন্তে কেরালাম’ কর্মসূচির অধীনে কন্নুরে এক মুখোমুখি সংলাপে তিনি বলেন, “দেশের প্রতিরক্ষার পক্ষে সমস্ত ভারতবাসীকে একজোট হতে হবে।”

মুখ্যমন্ত্রী বলেন, “আমরা সবসময় প্রতিবেশীদের সঙ্গে সদ্ভাবপূর্ণ সম্পর্ক চাই। কিন্তু পাকিস্তান শত্রুভাবাপন্ন পথে এগোচ্ছে। তা সত্ত্বেও আমাদের দেশ সাহসিকতার সঙ্গে ওই আগ্রাসনের মোকাবিলা করেছে।”

সংঘর্ষে নিহতদের প্রতি গভীর শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী জানান, শুক্রবার বিকেল ১টায় একটি বিশেষ মন্ত্রিসভা বৈঠক ডাকা হয়েছে, যেখানে জাতীয় প্রয়াসে কেরালার ভূমিকা নির্ধারণ করা হবে।

উন্নয়নের ধারাবাহিকতা তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, কেরালার স্থুল রাজ্য গৃহস্থালির উৎপাদন (GSDP) ₹৫.৬ লক্ষ কোটি থেকে বেড়ে ₹১৩.১১ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। একইসঙ্গে তিনি দাবি করেন, কেরালা দেশের মধ্যে সর্বনিম্ন দারিদ্র্য হার বজায় রেখেছে।

“মানুষের ঐক্য ও সংহতির কারণেই এই সাফল্য এসেছে,” বলেন বিজয়ন। তিনি আরও দাবি করেন, এলডিএফ সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করেছে এবং অসম্ভবকে সম্ভব করার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে চলেছে।

উল্লেখ্য, ‘এন্তে কেরালাম’ এলডিএফ সরকারের বার্ষিক জনসংযোগ কর্মসূচি, যার মাধ্যমে সরকার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ে অংশ নিচ্ছে এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরছে।