নয়াদিল্লি, ৮ মে: কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি আজ ঘোষণা করেছেন যে ভারত এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম যানবাহন নির্মাতা দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। তিনি এই মন্তব্য করেন রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত চতুর্থ আন্তর্জাতিক ‘বায়োএনার্জি, বায়ো-ব্রিজিং এবং বায়োমাস’ সম্মেলন এবং বায়োএনার্জি ভ্যালু চেইন এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে।
মন্ত্রী জানান, দেশের অটোমোবাইল শিল্প ধারাবাহিকভাবে বিকশিত হচ্ছে এবং বিভিন্ন ধরনের যানবাহনের চাহিদাও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে জীবাশ্ম জ্বালানির ব্যবহারের পরিমাণও বাড়ছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, “আমাদের আমদানি হ্রাস এবং রপ্তানি বৃদ্ধির দিকে গুরুত্ব দিতে হবে। কৃষি বর্তমানে আর্থিকভাবে খুব একটা লাভজনক নয়। তাই দেশের কৃষিকে অর্থনৈতিকভাবে টেকসই করে তোলার দিকেও আমাদের নজর দিতে হবে। তা না হলে আত্মনির্ভর ভারতের স্বপ্ন পূরণ সম্ভব নয়।”
দুই দিনব্যাপী এই সম্মেলনের মূল লক্ষ্য হলো দেশের জৈব-জ্বালানি সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নত প্রযুক্তির প্রসার ঘটানো। এই সম্মেলনে অংশ নিয়েছেন প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষাবিদ, বিজ্ঞানী, প্রযুক্তি বিশেষজ্ঞ, শিল্পপতি, গবেষক এবং বায়োএনার্জি শিল্পের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা।

