ভারত সরকার এবং দেশপ্রেমিক দেশবাসী পাকিস্তানের যেকোনো ধরনের সন্ত্রাসের জবাব দিতে প্রস্তুত রয়েছেন : রাজ্যপাল

আগরতলা, ৭ মে : ভারত সরকার এবং দেশপ্রেমিক দেশবাসী পাকিস্তানের যেকোনো ধরনের সন্ত্রাসের জবাব দিতে প্রস্তুত রয়েছেন বলে অভিমত ব্যক্ত করেছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। ভারত সরকার দেশের সার্বভৌমত্ব সুরক্ষার জন্য এবং নাগরিকদের জীবন সম্পত্তি রক্ষার জন্য বদ্ধপরিকর।

পাকিস্তানের যেসব প্রশিক্ষণ শিবির থেকে প্রশিক্ষণ নিয়ে সন্ত্রাসবাদীরা জম্মু-কাশ্মীরে হামলা চালাচ্ছে সেইসব প্রশিক্ষণ শিবির গুলি গত মধ্যরাতে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। পাকিস্তান সরকার এর পরিপ্রেক্ষিতে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করলে ভারত সরকার এর যোগ্য জবাব দিতে প্রস্তুত রয়েছে বলে ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি লাল্লু স্পষ্ট অভিমত ব্যক্ত করেছেন।

তিনি বলেন দেশের প্রধানমন্ত্রী বলেছেন দেশ সুরক্ষার জন্য দেশের সেনাবাহিনী ও দেশবাসী প্রস্তুত রয়েছেন। সেজন্য প্রস্তুতি স্বরূপ সাত মেয়ে সারা দেশে বিশেষ করে সীমান্ত এলাকা এবং গুরুত্বপূর্ণ শহরগুলিতে মগ ড্রিল করার আহ্বান জানানো হয়েছে। রাজ্যপাল আশা ব্যক্ত করেন সেনাবাহিনীর পাশাপাশি দেশপ্রেমিক জনগণ মগ ড্রিল সম্পন্ন করার মধ্য দিয়ে শক্তি যোগাবেন।