আগরতলা, ৭ মে : সারা দেশের সাথে ত্রিপুরার আটটি জেলায়ও বিকেল ৩:৩০টায় একযোগে সিভিল ডিফেন্স মক ড্রিল অনুষ্ঠিত হয়েছে। এদিন উমাকান্ত স্কুলে ওই ডিফেন্স মক ড্রিলের অনুষ্ঠিত হয়েছে। এদিন মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে সাইরেন বাজানো হয়েছে।
এদিন প্রশাসনিক নির্দেশ অনুযায়ী আজ বিকাল ৫.৩০ মিনিট থেকে ৫.৪০ মিনিট পর্যন্ত আগরতলা শহরে মক ড্রিল উপলক্ষে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের পক্ষ থেকে এই খবরটি জনস্বার্থে জানানো হয়েছে।
প্রসঙ্গত, মক ড্রিলের মূল লক্ষ্য হল—শত্রুপক্ষের আক্রমণ কিংবা প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় রাজ্যের প্রস্তুতি ও বিভিন্ন সংস্থার পারস্পরিক সমন্বয় যাচাই করা। ওই মহড়ায় সতর্কতা ব্যবস্থা, সুরক্ষিত স্থানে সরানো, জরুরি উদ্ধার অভিযান এবং জরুরি পরিষেবা পুনঃপ্রতিষ্ঠা—সবকিছুর কার্যকারিতা মূল্যায়ন করা হবে।” এই মহড়ায় প্রতিটি জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও জেলা সিভিল ডিফেন্স কর্পস নেতৃত্ব দেবে। এদের সঙ্গে থাকবে পুলিশ, দমকল, চিকিৎসা সহায়তা এবং অন্যান্য জরুরি সেবা সংস্থাগুলি।
পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ডাঃ বিশাল কুমার জানান, আগরতলায় এই মহড়া অনুষ্ঠিত হবে উমাকান্ত স্কুলে। অংশ নিয়েছেন এনসিসি, ত্রিপুরা স্টেট রাইফেলস, হোম গার্ডস, ‘আপদা মিত্র’ স্বেচ্ছাসেবকরা, চিকিৎসা দল এবং ত্রিপুরা ফায়ার অ্যান্ড এমারজেন্সি সার্ভিস।
এদিন তিনি আরও বলেন, “মহড়াটি বিকেল ৩:৩০ থেকে সন্ধ্যা ৬:৩০ পর্যন্ত চলেছে। মহড়ার পর্যায় বোঝাতে বিকেল ৪টা এবং ৫:৩০টায় দুটি পৃথক ধাপে সাইরেন বাজানো হবে। প্রশাসনের তরফে সাধারণ মানুষকে মহড়ার সময় আতঙ্কিত না হয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। এই মহড়া রাজ্যের দুর্যোগ মোকাবিলা ব্যবস্থাকে আরও কার্যকর করে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

