নয়াদিল্লি, ৪ মে : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নয়াদিল্লিতে একটি পর্যালোচনা বৈঠকে জাতীয় সমবায় রপ্তানি লিমিটেড (NCEL), জাতীয় সমবায় অর্গানিক্স লিমিটেড এবং ভারতীয় বীজ সমবায় সমিতি লিমিটেড (BBSSL)-এর অগ্রগতির মূল্যায়ন করেন।
বৈঠকে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ২০২৩ সালে এই তিনটি জাতীয় সমবায় সংস্থা গঠন করা হয়, যাতে সমবায় রপ্তানি, জৈব উৎপাদন এবং মানসম্মত বীজের প্রসার ঘটানো যায়।
অমিত শাহ NCEL-এর জন্য দুই লক্ষ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। তিনি বলেন, এই লক্ষ্যমাত্রা পূরণে এমন তিনটি বিশেষ পণ্যের উপর গুরুত্ব দেওয়া হবে, যেগুলির রপ্তানি বর্তমানে ভারত থেকে হয় না। পাশাপাশি তিনি নির্দেশ দেন যে, সমস্ত সমবায় রপ্তানি শুধুমাত্র NCEL-এর মাধ্যমে সম্পন্ন করতে হবে।
এতে করে ২০ থেকে ৩০ হাজার কোটি টাকার বাণিজ্যিক কার্যক্রম সম্ভব হবে এবং কর ও প্রচলন ব্যয় বাদ দিয়ে নেট লাভ সরাসরি সমবায় সংস্থাগুলির কাছে ফিরে যাবে।
মন্ত্রী আরও প্রস্তাব দেন যে, ডালের আমদানির জন্য আফ্রিকা ও মিয়ানমারে NCEL-এর কার্যালয় স্থাপন করা হোক এবং আন্তর্জাতিক চাহিদা বুঝতে ও সেই অনুযায়ী সরবরাহের সক্ষমতা জানাতে একটি ওয়েবসাইট গড়ে তোলা হোক।

