নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ, ৪ মে:
দুই সন্তানের বাবার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় সাতসকালে। ঘটনাটি ঘটেছে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ছেচরিমাই পঞ্চায়েত এলাকায়।
বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ছেচড়িমাই পঞ্চায়েতের সিলোটিয়ামুড়া এলাকায় বসবাস করেন ৫০ বছরের নির্মল পাল(৫০)। দুই পুত্র নিয়ে অভাবের সংসার তার। যখন যে কাজ পেতেন সে কাজই করতেন বলে জানা গেছে। মৃতের স্ত্রী জানিয়েছেন, প্রতিদিনকার মতো গতকালও তিনি কাজের উদ্দেশ্যে বেরিয়ে যান। প্রায় সময়ই রাতে আসতে দেরি হয়। গত কাল দেরিতে আসবেন ভেবে পরিবারের সদস্যরা খাবার খেয়ে শুয়ে পড়েন।
কিন্তু অন্যদিনকার মতো তিনি আর রাতে বাড়ি ফেরেননি। সকালে প্রতিবেশীরা স্থানীয় পুকুরে নির্মল পালকে পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে নির্মল পালের স্ত্রী সুবিধা পালকে খবর দেওয়া হলে তিনি দুই ছেলে নিয়ে ছুটে এসে দেখতে পান পুকুরের জলে পড়ে আছে নির্মল পাল। ততক্ষণে মৃত্যু হয়েছে তার। ঘটনাস্থলেই কান্নায় ভেঙে পড়েন মৃতের স্ত্রী। পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। কিভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনও কিছু স্পষ্ট নয়। মৃতদেহ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে।

