আগরতলা, ৪ মে: আজ রবিবার সন্ধ্যায় আগরতলা প্রেস ক্লাবের নবনির্বাচিত পরিচালন কমিটি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা-র সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন।
সন্ধ্যা সাড়ে ছয়টায় মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার ও সম্পাদক রমাকান্ত দে-র নেতৃত্বে কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে প্রেস ক্লাবের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর হাতে পুষ্পস্তবক তুলে দেন সভাপতি ও সম্পাদক। এ সময় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি চিত্রা রায়, সহ সম্পাদক কমল চৌধুরী ও অভিষেক দে, কোষাধ্যক্ষ রঞ্জন রায়, কার্যকরী সদস্য বিশ্বজিৎ দে, অভিষেক দেববর্মা, মিহির লাল সরকার, সন্তোষ গোপ ও রঞ্জিত দেববর্মা।
প্রায় এক ঘণ্টা ব্যাপী এই সৌজন্য সাক্ষাৎকালে মুখ্যমন্ত্রী আগরতলা প্রেস ক্লাবের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার প্রতিশ্রুতি দেন তিনি।

