অত্যাচার ও নির্যাতন সহ্য করতে না পেরে আবারো উন্মেষ হোম থেকে পালালো দুই নাবালক শিশু

আগরতলা, ৩ মে: আবারো ও গোকুলনগর সিটিআই ক্যাম্প এলাকায় উন্মেষ হোমের কর্তৃপক্ষের অত্যাচার ও দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডে আবারো হোম থেকে পালালো দুটি শিশু। শনিবার বিকেলে বিশালগড় থানার তৎপরতায় উদ্ধার দুই শিশু।

উন্মেষ হোমটি বিশালগড় মহাকুমার অন্তর্গত গকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন এলাকায় অবস্থিত। পরবর্তী সময়ে চাইল্ড লাইনের কর্মীরা ওই শিশুদের হোমে নিয়ে যায়। রুমে থাকা অবস্থায় ওই নাবালকদের সঠিকভাবে পরিচর্যা করতে পারেনি।শিশুদের উপর অমানবিক অত্যাচার ও দেখাশোনার অভাবে হুমের ওয়াল টপকে দুই শিশু পালিয়ে যাই।গোকুলনগর রাস্তারমাথা থেকে বিশালগড় থানার পুলিশ তাদেরকে উদ্ধার করে নিয়ে আসেন শনিবার সকালে। বিকেল পর্যন্ত দুই শিশু নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়ে কর্তৃপক্ষ উদাসীন।

বিশালগড় থানা তৎপরতায় চাইল্ডর লাইনের কর্মীরা বিশালগড় থানায় আসেন । তার আগেও হোম থেকে দুটি শিশু পালিয়ে গিয়েছিলো কর্তৃপক্ষের দায়িত্ব জ্ঞান হীনতা ও তাদের অত্যাচারে। এই দিনে হোমে থাকা গার্ড অর্জুন দাস সাহসিকতার সহিদ জানিয়েছেন শিশুরা পালিয়ে যেতে পারি। তাতে ওনার কিছু যায় আসে না।

জানা যায়, শিশুদের উপর এই হোমে প্রচন্ডভাবে অত্যাচার করছেন কর্তৃপক্ষরা। তাই প্রত্যেক সময় তাদের দায়িত্ব জ্ঞানহীনতার কারণে শিশুরা পালিয়ে যেতে সক্ষম হয় যদি শিশুরা পালিয়ে যাওয়ার পথে কোনো রকম দুর্ঘটনা হয় তার দায়িত্ব কে নেবে? এমনটাই প্রশ্ন ছুড়ে দিলেন হোমের ইনচার্জ রণবীর দাসের বিরুদ্ধে।