আগরতলা, ৩ মে: নিজের সন্তানকে স্কুল থেকে বাড়িতে নিয়ে যাওয়ার পথে দূর্ঘটনার কবলে পড়ে পিতা এবং শিশু। ওই ঘটনায় তেলিয়ামুড়া থানার অন্তর্গত মহারানীপুর পেট্রোল পাম্প সন্নিহিত এলাকাতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, বিপ্লব চক্রবর্তী নামের এক ব্যাক্তি যখন তাঁর ছেলেকে সারদাময়ী স্কুল থেকে চাকমা ঘাটের নিজ বাড়ির দিকে নিয়ে যাচ্ছিলেন তখন উচ্চগতি সম্পন্ন একটা ম্যাক্স গাড়ি মহারানীপুর এলাকাতে তাদের ধাক্কা দেয়। পরবর্তী সময়ে ওই গাড়িটি দ্রুতগতিতে এসে নেতাজি নগর ট্রাফিক পয়েন্ট সংলগ্ন এলাকাতে আরেকটা গাড়িকে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীরা সাথে সাথে ওই গাড়ির চালককে ধরে উত্তম মধ্যম প্রদান করে পুলিশের হাতে তুলে দিয়েছে।
এদিকে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ওই উন্মত্ত চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এখন দেখার বিষয় পুলিশ এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি ব্যাবস্থা গ্রহণ করে। যেভাবে প্রতিনিয়ত শুধু তেলিয়ামুড়া নয় বিভিন্ন জায়গাতেই অনিয়ন্ত্রিত যান চালনার জন্য যান দুর্ঘটনা সংঘটিত হচ্ছে তা নিশ্চিতভাবে সভ্য সমাজের ক্ষেত্রে অত্যন্ত আতঙ্কের বিষয় ,এতে সন্দেহ নেই।

