চেন্নাই, ৩ মে:তামিলনাড়ুর চেন্নাইয়ের উপকণ্ঠে অনুষ্ঠিত ষষ্ঠ আন্তর্জাতিক শৈব সিদ্ধান্ত সম্মেলনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডা বলেন, শৈব সিদ্ধান্ত শুধু একটি দর্শন নয়, এটি এক আত্মিক চেতনায় পরিণত হয়েছে, যা তামিল সংস্কৃতিতে গভীরভাবে প্রোথিত।তিনি বলেন, “শৈব সিদ্ধান্ত পবিত্র শিল্প ও মন্দির সংস্কৃতির মাধ্যমে দর্শনচর্চাকে পুষ্ট করেছে। দেভারম ও থিরুভাসগমের মতো সাহিত্যকৃতি আজও জীবন্তভাবে গীত হয় এবং মানুষের অন্তরকে ছুঁয়ে যায়।”নাড্ডা উল্লেখ করেন, আপ্পার, সুন্দরার ও তিরুঞ্জান সাম্বন্ধরের রচিত দেভারম শৈব দর্শনের এক অলৌকিক দিক উন্মোচন করেছে, যা মানুষকে আধ্যাত্মিক জাগরণে উৎসাহিত করে।এই দিনে, এসআরএম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে হৃদয়বিজ্ঞান ইনস্টিটিউট এবং ট্রমা ও ইমার্জেন্সি বিভাগ—এই দুটি উৎকৃষ্ট চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করেন তিনি।এই আন্তর্জাতিক শৈব সিদ্ধান্ত সম্মেলন চলবে আগামী ৫ মে পর্যন্ত। এটি তিরুকাইলায় পরম্পরার অন্তর্গত ধর্মপুরম আধীনম ও তার আন্তর্জাতিক শৈব সিদ্ধান্ত গবেষণা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছে।ভারত ও বিদেশ থেকে আগত প্রখ্যাত ধর্মতাত্ত্বিক, আধ্যাত্মিক নেতা, গবেষক, ছাত্রছাত্রী এবং বিশেষ অতিথিসহ প্রায় তিন হাজার প্রতিনিধি এই সম্মেলনে অংশ নিচ্ছেন।সম্মেলনের মূল উদ্দেশ্য হল তামিল সংস্কৃতি ও ঐতিহ্যে প্রোথিত শৈব সিদ্ধান্ত দর্শনের গভীরতা ও তাৎপর্যকে আরও বিস্তৃতভাবে বোঝা ও তুলে ধরা। এই উপলক্ষে ৭৫ জন বিশিষ্ট পণ্ডিতের গবেষণাপত্রও প্রকাশিত হবে, যা শৈব দর্শনের দার্শনিক ও আধ্যাত্মিক ঐশ্বর্যের দিকটি উন্মোচন করবে।
2025-05-03

