পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীর উপর হামলা, থানায় ডেপুটেশন

আগরতলা, ৩ মে: পাওনা টাকা চাইতে গিয়ে এক প্রভাবশালী রাজনৈতিক নেতার হাতে মারধরের শিকার হলেন মাছমারা বাজার কমিটির প্রাক্তন বাজার সম্পাদক তথা বর্তমান সদস্য উত্তম কুমার রায়। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটেছে গত ২৯ এপ্রিল। সূত্রে জানা গেছে, কুমারঘাট থেকে ব্যাংকের কাজ সেরে ফেরার পথে উগলছড়া এলাকায় কিষান মোর্চার ৫৯ নং পেচারথল মন্ডলের সভাপতি সুজিত সরকারের কাছে পাওনা টাকা চাইতে গেলে উত্তমবাবুর উপর চড়াও হন অভিযুক্ত। অভিযোগ, সুজিত সরকার ও তার ভাইগ্না সুরজ সরকার ও সহযোগী অমল সরকার মিলে উত্তম কুমার রায়কে বেধড়ক মারধর করেন। লাথি, ঘুষি, এমনকি ধারালো অস্ত্র দিয়েও আক্রমণ করা হয় বলে জানা গেছে।

এই ঘটনার প্রতিবাদ করতে এগিয়ে এলে স্থানীয় এক ৮০ বছরের প্রবীণ ব্যক্তি প্রবীর সরকারও আহত হন। পরে পুলিশ এসে অভিযুক্ত সুজিত সরকারকে আটক করলেও কয়েক ঘণ্টার মধ্যেই ছেড়ে দেওয়া হয়।

আহত উত্তম কুমার রায়কে প্রথমে মাছমারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, পরে কৈলাসহর জেলা হাসপাতাল ও আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য কলকাতার মুকুন্দপুরে রবীন্দ্রনাথ ঠাকুর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে শনিবার মাছমারা বাজার কমিটির ২৫ জন ব্যবসায়ী পেচারথল থানায় ডেপুটেশন জমা দেন। থানার ওসি সুমন আচার্জীর হাতে ডেপুটেশন তুলে দিয়ে তারা জানান, অভিযুক্ত এত বড় ঘটনার পরও মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে, অথচ প্রশাসনের তরফে কোনও কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি।

ব্যবসায়ীরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যদি অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।