রাতের আঁধারে দোকানে দুঃসাহসিক চুরি

আগরতলা, ৩ মে : রাত্রিকালীন নেশাখোর ও চোরের দলের দাপটে অতিষ্ঠ নগরবাসী। পুলিশের টহলদারি থাকা সত্ত্বেও প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটছে রাজধানী আগরতলার বিভিন্ন এলাকায়। শুক্রবার গভীর রাতে আগরতলার পশ্চিম থানা সংলগ্ন সুপারি বাগান এলাকায় এক দোকানে চোরের দল হানা দিয়েছে।

ঘটনার বিবরণে দোকান মালিক সুমিত দেব জানান, সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পায় দোকানের দরজা ভাঙ্গা রয়েছে। দোকানের ভেতর ঢুকে দেখেন নগদ ২৯ হাজার টাকা সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে পালিয়েছে। সাথে সাথে তিনি পুলিশকে খবর দিয়েছেন। ওই ঘটনায় রাত্রীকালীন পুলিশের টহলদারি নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।