ওয়াশিংটন, ৩ মে: হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে আগামী ১৪ জুন মার্কিন সেনাবাহিনীর ২৫০তম বার্ষিকী উপলক্ষে রাজধানী ওয়াশিংটনের ন্যাশনাল মলে এক বিশাল সামরিক প্যারেডের আয়োজন করা হবে। ঐ দিনটি প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের জন্মদিনও।
এই অনুষ্ঠানটি সারাদিন ব্যাপী চলবে এবং এতে অংশ নেবেন প্রায় ৬,৬০০ সেনা সদস্য, ১৫০টি সামরিক যান ও ৫০টি যুদ্ধবিমান। সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, প্যারেডের প্রস্তুতি জোরকদমে চলছে এবং অনুষ্ঠানকে আরও বিস্তৃত ও স্মরণীয় করে তুলতে নানা বিকল্প বিবেচনা করা হচ্ছে।
এর আগে, মাত্র গতকালই প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে ‘ভেটেরান্স ডে’-এর নাম পরিবর্তন করে ‘বিজয় দিবস’ (Victory Day) রাখা হবে, যাতে বিভিন্ন যুদ্ধে মার্কিন অবদানকে যথাযথ সম্মান দেওয়া যায়।
এই বার্ষিকী উদযাপন ও নতুন নামকরণকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে আলোচনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।

