আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বটতলায় এস ইউ সি আই (সি)-র উদ্যোগে কর্মসূচি পালন

আগরতলা, ১ মে: আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বটতলায় এক বিশেষ কর্মসূচির আয়োজন করে এস ইউ সি আই (কমিউনিস্ট)। এদিনের কর্মসূচিতে শ্রমিক দিবসের ইতিহাস, তাৎপর্য এবং বর্তমান সময়ে শ্রমিকদের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস ইউ সি আই (সি)-র সদস্যরা, যারা একে একে বক্তব্য রাখেন এবং শ্রমিকদের অধিকার রক্ষার জন্য ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানান। বক্তারা বলেন, ১৮৮৬ সালের শিকাগোর হে মার্কেট আন্দোলন শুধু একটি তারিখ নয়, এটি শ্রমিক শ্রেণির আত্মত্যাগের প্রতীক, যা আজও প্রাসঙ্গিক।

এই কর্মসূচিতে এস ইউ সি আই (সি)-র সদস্য ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেছিলেন। দলীয় সংগঠকরা জানান, আগামী দিনেও শ্রমিক স্বার্থে জনজাগরণ কর্মসূচি অব্যাহত থাকবে।