দিল্লির এক আদালত এনআইএ-কে তাহাভ্বুর হুসেইন রানার স্বর ও স্বাক্ষরের নমুনা সংগ্রহের অনুমতি দিল

নতুন দিল্লি, ১ মে: দিল্লির একটি বিশেষ আদালত ২৬/১১ মুম্বই হামলা মামলার অভিযুক্ত তাহাভ্বুর হুসেইন রানা-র স্বর ও স্বাক্ষরের নমুনা সংগ্রহ করার জন্য জাতীয় তদন্ত সংস্থা-কে অনুমতি দিয়েছে।

এই আদেশ দিয়েছেন বিশেষ এনআইএ বিচারক চন্দ্রজিৎ সিংহ, এনআইএ-র দায়ের করা আবেদনের ভিত্তিতে। আদালতের এই সিদ্ধান্ত এমন এক সময়ে এসেছে, যখন বিচারক সোমবার রানা-র হেফাজতের মেয়াদ আরও ১২ দিন বাড়ানোর নির্দেশ দিয়েছেন। তার আগের ১৮ দিনের রিমান্ডের মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়েছে।

এনআইএ কর্মকর্তারা জানিয়েছেন, স্বর ও স্বাক্ষরের নমুনা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এটি মুম্বই হামলার ষড়যন্ত্রে রানার ভূমিকা নির্ধারণে সহায়ক হবে।

আদালতের নির্দেশে রানাকে সংশ্লিষ্ট প্রক্রিয়ার জন্য নির্ধারিত সময়ে হাজির করা হবে বলে জানানো হয়েছে।