আগরতলা, ৩০ এপ্রিল: ওয়েস্টার্ন বাইপাস নির্মাণের কারণে জনগণের মধ্যে সৃষ্টি হওয়া সমস্যাগুলিকে সামনে রেখে বুধবার বর্ডার গোল চক্কর এলাকায় এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে নেতৃত্ব দেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের তত্ত্বাবধানে লেম্বুছড়া থেকে সাবরুম পর্যন্ত এনএইচ-০৮ রাস্তা প্রশস্তকরণের কাজ চলছে, যা খোয়াই সড়কের সঙ্গে সংযুক্ত হবে। এই কাজের আওতায় বর্ডার গোল চক্কর থেকে জয়পুর ব্রিজ পর্যন্ত রাস্তার দুই পাশে বসবাসকারী মানুষজন জল, বিদ্যুৎ ও গ্যাস সংযোগে ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন।
মেয়রের নেতৃত্বে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডঃ বিশাল কুমার, কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, কর্পোরেটর মনোজ কান্তি দেব রায়, কর্পোরেটর নিতু গুহ দে এবং রামনগর বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
স্থানীয়দের অভিযোগ, রাস্তা নির্মাণ করতে গিয়ে গ্যাসের লাইন ও অন্যান্য ইউটিলিটি সংযোগ বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফলে জনজীবনে ভোগান্তি বাড়ছে। তাছাড়া, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলজটের সমস্যাও প্রকট হয়ে উঠছে।
মেয়র দীপক মজুমদার বলেন, রাস্তার কাজ বন্ধ করা যাবে না। তবে জনগণের সমস্যার দিকেও নজর দিতে হবে। তিনি আশ্বাস দেন, এই সমস্যাগুলির সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং আগামীকাল একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হয়েছে।
2025-04-30

