পাকিস্তানি হ্যাকারদের হানার চেষ্টা, ভারতীয় সেনার ৪টি ওয়েবসাইট টার্গেটে, উদ্বেগ বাড়াচ্ছে সাইবার হুমকি

নয়াদিল্লি, ২৯ এপ্রিল: সীমান্তে চলা উত্তেজনার মাঝেই এবার সাইবার স্পেসে ভারতের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্রের অভিযোগ উঠল পাকিস্তানের বিরুদ্ধে। ভারতীয় সেনার অন্তত চারটি ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করেছে পাকিস্তানি হ্যাকাররা বলে গোয়েন্দা সূত্রে খবর। শ্রীনগর ও রানিক্ষেতের আর্মি পাবলিক স্কুলের ওয়েবসাইট-সহ সেনার ওয়েলফেয়ার হাউজিং অর্গানাইজেশনের ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা চালানো হয়েছে।

সীমান্তে গুলির লড়াইয়ের মাঝেই এই সাইবার হানার ঘটনা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। সূত্রের খবর, সোমবার রাতেও নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলিবর্ষণ চলে। তার ঠিক পরেই সামনে আসে সেনার ওয়েবসাইটে হ্যাকিংয়ের ব্যর্থ চেষ্টার খবর।

পাহেলগাঁও হামলার পর পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর নয়া ষড়যন্ত্র ফাঁস হয়েছে। সেনা অফিসারের পরিচয় দিয়ে ফোন করে গুরুত্বপূর্ণ তথ্য জানার চেষ্টা করা হয়েছে বলে গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে। আইএসআই এজেন্টদের ফোনালাপের অডিও রেকর্ডও সামনে এসেছে। সেনার গাড়ি চলাচলের রুট, হোশিয়ারপুরে সেনা পরিবহণকারী ট্রেন সংক্রান্ত তথ্য জানার চেষ্টা হয়েছে। মুকেরিয়া, পাঠানকোট ও ভটিন্ডা থেকেও সেনা সম্পর্কিত তথ্য সংগ্রহের চেষ্টার অভিযোগ উঠেছে।

এই পরিস্থিতিতে দিল্লিতে আজ জরুরি বৈঠকে বসে কেন্দ্র। বৈঠকে উপস্থিত ছিলেন বিএসএফ, অসম রাইফেলস, এনএসজি, সিআরপিএফ, এসএসবি, সিআইএসএফ সহ একাধিক কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা। বৈঠকে নেতৃত্ব দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব। পাল্টা হামলার প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে বলেও সূত্রের খবর।

এরই মধ্যে প্রকাশ্যে এসেছে সেনা ও পুলিশের যৌথ মহড়ার ছবি। প্রতিরক্ষার পাশাপাশি পাল্টা প্রত্যাঘাতের প্রস্তুতিও নিচ্ছে ভারতীয় সেনা ও নিরাপত্তা বাহিনী। সাইবার হামলা হোক বা সীমান্তে আগ্রাসন—প্রতিটি ফ্রন্টে জবাব দিতে প্রস্তুত ভারত।