নয়াদিল্লি, ২৯ এপ্রিল (হি.স.): পাকিস্তানকে ফের প্রত্যাঘাত ভারতের। এবার ভারতে নিষিদ্ধ করা হল পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট। মঙ্গলবার পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের এক্স অ্যাকাউন্ট ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে। জম্মু ও কাশ্মীরের পহেলগামে নারকীয় সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিল ভারত সরকার।
এর আগে সোমবারই ভারতীয় সেনাবাহিনী, নিরাপত্তা সংস্থাগুলির বিরুদ্ধে উস্কানিমূলক ও সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল বিষয়বস্তু এবং ভুল তথ্য ছড়ানোর জন্য ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে ভারত সরকার। সামগ্রিকভাবে, এই চ্যানেলগুলির ৬৩ মিলিয়নেরও বেশি গ্রাহকের বিশাল ফলোয়ার রয়েছে। এবার পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট বন্ধ করা হল।

