তেলিয়ামুড়ায় নাবালিকা ধর্ষণ মামলায় অভিযুক্ত নির্মল দাস গ্রেপ্তার

তেলিয়ামুড়া, ২৯ এপ্রিল : নাবালিকা ধর্ষণের অভিযোগে অভিযুক্ত নির্মল দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি ফুসলিয়ে এক নাবালিকাকে নিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে, নাবালিকার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে, অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করা হয়। ঘটনার ভিত্তিতে তদন্তে নামে পুলিশ এবং অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত এখনও চলছে এবং মামলার প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।