বিদেশমন্ত্রী ডঃ এস. জয়শঙ্কর ও গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনা

নয়াদিল্লি, ২৯ এপ্রিল : আজ ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডঃ সুব্রহ্মণ্যম জয়শঙ্কর গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী জর্জ গেরাপেট্রিটিসের সঙ্গে এক গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এই বৈঠকে সম্প্রতি পাহেলগাম-এ সংঘটিত সন্ত্রাসবাদী হামলা নিয়ে মতবিনিময় হয়।

ডঃ জয়শঙ্কর বলেন, সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে গ্রিসের কঠোর অবস্থান প্রশংসনীয়। তিনি আরও জানান, ভারত ও গ্রিসের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব দুই দেশের সম্পর্কের গভীরতা ও পারস্পরিক বিশ্বাসের প্রতিফলন ঘটায়। দু’দেশের নেতারা পারস্পরিক সহযোগিতা ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ভবিষ্যত পরিকল্পনাও আলোচনা করেন।