আগরতলা, ২৯ এপ্রিল : সিমনা কেন্দ্রের বিজেপি’র বিজিত প্রার্থী বিনোদ দেব্বর্মার গাড়িতে রহস্যজনক হামলার ঘটনা ঘটেছে। সোমবার রাতে হেজামারা বাজার সংলগ্ন তাঁর বাড়ির সামনে রাখা গাড়িটিতে দুষ্কৃতীরা ভাঙচুর চালায় বলে অভিযোগ।
ঘটনায় গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কারা এই হামলার পিছনে রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। স্থানীয়রা জানিয়েছে, পুলিশের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে বিনোদের ভাই কয়েকজনের কাছ থেকে টাকা নিয়েছিল। সম্প্রতি তাঁর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল। তবে এই অভিযোগ ও হামলার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
2025-04-29

