আগরতলা, ২৯ এপ্রিল : তরমুজ চাষে বৈচিত্র্য ও উদ্ভাবনী চেষ্টায় কৃষক নারায়ণ সরকারের প্রশংসা করলেন রাজ্যের কৃষিমন্ত্রী রতন লাল নাথ। মঙ্গলবার বিকেলে গোলাঘাটি কাঞ্চনমালা এলাকার এই অভিজ্ঞ কৃষকের তরমুজ ক্ষেত পরিদর্শন করেন তিনি। সঙ্গে ছিলেন কৃষি দপ্তরের অধিকর্তা ড. পি. বি. জমাতিয়া সহ অন্যান্য আধিকারিকরা।
দীর্ঘদিন ধরেই কৃষিকাজের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত নারায়ণ সরকার। সারা বছর মরিচ, পেঁয়াজ, টমেটোসহ বিভিন্ন শাকসবজি চাষের পাশাপাশি তরমুজ চাষেও সমান গুরুত্ব দিয়ে থাকেন তিনি। বেশ কয়েক বছর ধরে বিভিন্ন জাতের তরমুজ চাষ করে আসছেন এই কৃষক। তাঁর চাষ করা তরমুজগুলির মধ্যে কিছু ভেতরে লাল, কিছু হলুদ, আবার কিছু সবুজ রঙের—যা সাধারণ তরমুজ চাষের চেয়ে একেবারেই ব্যতিক্রমী।
তাঁর এমন উদ্ভাবনী উদ্যোগ ও কঠোর পরিশ্রমের খবর পৌঁছেছে প্রশাসনের কানে। সেই সূত্রেই কৃষিমন্ত্রী সরেজমিনে পরিদর্শনে যান তাঁর ক্ষেতে। কৃষিমন্ত্রী নারায়ণ সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এমন কৃষকেরা আমাদের রাজ্যের সম্পদ। সরকার ভবিষ্যতে এই ধরনের উদ্যোগকে আরও বেশি করে উৎসাহ দেবে।”

