ত্রিপুরায় তেলিয়ামুড়া রেল স্টেশন থেকে ৩ বাংলাদেশি নাগরিক ও ২ ভারতীয় দালাল গ্রেফতার, বিএসএফের জালে বিপুল পরিমাণ চোরাচালান সামগ্রী

আগরতলা, ২৯শে এপ্রিল : গোপন তথ্যের ভিত্তিতে বিএসএফ-এর তৎপরতায় আজ সকাল প্রায় ১১টা ৩০ মিনিট নাগাদ তেলিয়ামুড়া রেলস্টেশন থেকে ৩ জন বাংলাদেশি নাগরিক ও ২ জন ভারতীয় দালালকে গ্রেফতার করা হয়েছে। তারা আগরতলা থেকে সিলচরগামী ট্রেনে ওঠার চেষ্টা করছিল বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে।

গ্রেফতারকৃত বাংলাদেশি নাগরিকরা বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার অন্তর্গত লাকড়াগাঁও গ্রামের বাসিন্দা। অপরদিকে ধৃত দুই ভারতীয় দালাল একজন খোয়াই জেলার এবং অন্যজন অসমের শিলচর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।

এছাড়াও, বিএসএফ ত্রিপুরা সীমান্তবর্তী এলাকায় একাধিক অভিযানে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে চোরাচালান রুখে দেয়। এই অভিযানে প্রায় ৪ লক্ষ টাকা মূল্যের চোরাচালান সামগ্রী উদ্ধার করা হয়েছে।বিএসএফ জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে, যাতে চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকানো যায়।