গৃহবধূ দীপান্বিতা সরকার পালের হত্যাকাণ্ডে তেলিয়ামুড়া মহিলা মোর্চার ডেপুটেশন থানায়

তেলিয়ামুড়া, ২৮ এপ্রিল : তেলিয়ামুড়া’য় গৃহবধূ দীপান্বিতা সরকার পালের হত্যাকাণ্ডের ঘটনায় এবার সোচ্চার হল তেলিয়ামুড়া মহিলা মোর্চা। সোমবার সন্ধ্যায় তেলিয়ামুড়া মন্ডল মহিলা মোর্চার পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল তেলিয়ামুড়া থানায় গিয়ে অফিসার-ইন-চার্জ রাজীব দেবনাথের কাছে ডেপুটেশন জমা দেন।

মূলত, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযুক্ত বাম নেতা তপন পাল এবং তার কন্যা মন্টি পাল’কে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা। একইসঙ্গে দীপান্বিতার স্বামী তন্ময় পাল, শশুর তপন পাল এবং ননদ মন্টি পাল’র বিরুদ্ধে কঠোর আইনানুগ শাস্তি প্রয়োগের দাবিও তোলা হয়।

ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার নেত্রী শম্পা সাহা পাল, নন্দা পাল, তেলিয়ামুড়া পুর পরিষদের কাউন্সিলর নিশারানী সূত্রধর সহ মহিলা মোর্চার অন্যান্য সদস্যরা। তাদের দাবি, দ্রুত পদক্ষেপ গ্রহণ করে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এমন নির্মম ঘটনা পুনরাবৃত্তি না ঘটে।
_________________