নয়াদিল্লি, ২৮ এপ্রিল (হি.স.): ভারতের বিরুদ্ধে প্ররোচনামূলক খবর প্রচারের অভিযোগে ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করে দিল কেন্দ্রীয় সরকার। পাকিস্তানের প্রথম সারির কয়েকটি ইউটিউব চ্যানেল ছাড়াও নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলও।
সরকারি সূত্রের খবর, নিষিদ্ধ হওয়া পাক ইউটিউব চ্যানেলগুলিতে ভারতের বিরুদ্ধে প্ররোচনামূলক এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক বিষয়বস্তু প্রচার করা হচ্ছিল। এমনকি ভারতের সেনাবাহিনী সম্পর্কেও বিরূপ মন্তব্য করার অভিযোগ উঠেছে ওই চ্যানেলগুলির বিরুদ্ধে। তাই ইউটিউব চ্যানেলগুলি নিষিদ্ধ করেছে কেন্দ্র।

