পহেলগাম হামলার অপরাধীদের উপযুক্ত জবাব দেওয়া হবে, আশ্বাস প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ফের একবার উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী। স্বজনহারাদের প্রতি প্রধানমন্ত্রীর আশ্বাস, আপনারা ন্যায়বিচার অবশ্যই পাবেন। পহেলগাম হামলার অপরাধীদের উপযুক্ত জবাব দেওয়া হবে।

রবিবার মন কি বাত অনুষ্ঠানের ১২১-তম পর্বে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমি শোকসন্তপ্ত পরিবারগুলিকে আশ্বস্ত করছি, তাঁরা ন্যায়বিচার পাবেন। ন্যায়বিচার নিশ্চিত করা হবেই। এই হামলার পেছনের অপরাধী এবং মূল পরিকল্পনাকারীদের উপযুক্ত জবাব দেওয়া হবে।” প্রধানমন্ত্রী বলেছেন, “২২ এপ্রিল পহেলগামের সন্ত্রাসী হামলা দেশের প্রতিটি নাগরিকের মনে গভীর শোক সঞ্চার করেছে। শোকাহত পরিবারের বেদনা প্রতিটি ভারতীয় অনুভব করে। রাজ্য অথবা ভাষা নির্বিশেষে, প্রতিটি ব্যক্তি এই হামলায় যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের শোক ভাগ করে নিচ্ছেন।”

এরপরই প্রধানমন্ত্রী মোদী বলেন, “মাত্র দুই দিন আগে, আমরা আমাদের দেশের মহান বিজ্ঞানী ডঃ কে. কস্তুরীরঙ্গনকে হারিয়েছি। যখনই আমি ডঃ কস্তুরীরঙ্গনের সঙ্গে দেখা করতাম, আমরা প্রায়শই ভারতের যুব প্রতিভা, আধুনিক শিক্ষা, মহাকাশ বিজ্ঞান এবং এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতাম। বিজ্ঞান, শিক্ষা এবং ভারতের মহাকাশ কর্মসূচির অগ্রগতিতে তাঁর অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে।”

—————