শতবর্ষ প্রাচীন বিশালাকার বটগাছ কাটা নিয়ে উত্তেজনা কৈলাসহরে!

কৈলাসহর, ২৭ এপ্রিল:
শতবর্ষ প্রাচীন বিশালাকার একটি বটগাছ কাটা নিয়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে কৈলাসহরে। দুইদিন অফিস বন্ধ থাকার সুযোগ নিয়ে বিনা অনুমতিতে গাছ কাটার কাজ চলছিল। তবে রবিবার সামাজিক সংস্থা ‘গো গ্রিন’ এবং কৈলাসহর প্রেসক্লাবের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গাছ কাটা বন্ধ করার দাবি জানায়।

জানা গেছে, মনু নদীর বাঁধকে উঁচু ও প্রশস্ত করার কাজের জন্য এক ঠিকাদার বনদপ্তরের সংলগ্ন এলাকায় থাকা ঐতিহাসিক বটগাছটি কেটে ফেলার উদ্যোগ নেয়। ইতিমধ্যেই গাছটির ডালপালা কেটে ফেলা হলেও গাছের গোড়া কাটতে পারেনি তারা। বিশালাকার এই বৃক্ষ নিধনের ঘটনা দেখে পরিবেশপ্রেমীরা গভীর উদ্বেগ প্রকাশ করেন।

ঘটনার খবর পেয়ে বনদপ্তরের এক আধিকারিক সেখানে উপস্থিত হয়ে গাছ কাটার কাজ বন্ধ করে দেন। তিনি জানান, রেঞ্জ অফিসারের নির্দেশে তিনি এই বৃক্ষ নিধন বন্ধ করতে এসেছেন। তবে গাছ কাটার অনুমতি ছিল কিনা, তা তিনি নিশ্চিত নন বলে জানিয়েছেন।

এদিকে, স্থানীয় বাসিন্দারা দাবি তুলেছেন, যদি গাছ কাটতেই হয়, তবে বটগাছের নিচে অবস্থিত ছোট মন্দিরটি যেন স্থানান্তর করে পুনর্নির্মাণ করা হয়। বিষয়টি ঘিরে এলাকায় এখনও উত্তেজনা রয়েছে।