অপরাধের আখড়া উত্তর রাউৎখলা! টাকারজলা থানা এলাকা থেকে চুরি যাওয়া বাইক উদ্ধার

বিশালগড়, ২৭ এপ্রিল: উত্তর রাউৎখলা যেন ধীরে ধীরে অপরাধের আখড়ায় পরিণত হচ্ছে। টাকারজলা থানা এলাকা থেকে চুরি যাওয়া একটি মোটরবাইক উদ্ধার হয়েছে বিশালগড়ের উত্তর রাউৎখলার নুরুল হকের বাড়ি থেকে।

জানা গেছে, তিনদিন আগে টাকারজলা থানার অমরেন্দ্রনগর এলাকার বাসিন্দা ডিয়াম জমাতিয়ার বাইকটি চুরি হয়ে যায়। রবিবার সকালে ডিআইবি শাখার তৎপরতায় বিশালগড় থানার পুলিশ নুরুল হকের বাড়িতে অভিযান চালিয়ে চুরি যাওয়া বাইকটি উদ্ধার করে।

তবে, মূল অভিযুক্ত নুরুল হকের ছেলে রাজীব এখনো পলাতক রয়েছে। তার বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। রাজীবকে গ্রেপ্তারের জন্য পুলিশ তল্লাশি জারি রেখেছে।