আগরতলা, ২৬ এপ্রিল : জম্মু ও কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার পেছনে অনেক বড়ো ষড়যন্ত্র লুকিয়ে আছে। অতিসত্বর কেন্দ্রীয় সরকারকে তদন্ত করা দরকার। আজ শকুন্তলা রোডে আয়োজিত জনসভায় এমনটাই দাবি করেছেন প্রাক্তন পলিটব্যুরো সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
এদিন শ্রী সরকার বলেন, কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনা বর্বরোচিত এবং অমানবিক। ওই ঘটনায় এখনো পর্যন্ত প্রায় ২৮ জনের মৃত্যু এবং ২০ জন গুরুতর আহত হয়েছেন। এমনকি, জঙ্গিদের নিরস্ত্র করার দুঃসাহস দেখানোর পরিণাম হিসাবে গুলিতে ঝাঁঝরা হয়ে যায় কাশ্মীরের বাসিন্দা সইদ আদিল হুসেন শাহের শরীর। পহেলগাঁওয়ে বেড়াতে আসা পর্যটকদের টাট্টু ঘোড়ায় চড়ানোই ছিল তাঁর কাজ। ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।এদিন তিনি কেন্দ্র সরকারের নিকট হামলার দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাঁর কথায়, শিকারি পাখিকেও এভাবে গুলি করে মারে না। কাশ্মীরে সরকার রয়েছে ঠিকই কিন্তু তা নিয়ন্ত্রণ করছে কেন্দ্রীয় সরকার।
এদিন তিনি আরও বলেন, বর্তমানে আরএসএস বিজেপির প্ররোচনার ফাঁদে পা দিয়ে সামাজিক মাধ্যমকে অনেকে ব্যবহার অস্ত্র দেখাচ্ছে অস্ত্র শানাচ্ছে হুমকি দিচ্ছে। এমনকি কি করে ছুরি দিয়ে গলা কাটবে তাও দেখাচ্ছে। তাঁর অভিযোগ, বিজেপি, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল এরা কাশ্মীরের ওই ঘটনাকে ভিত্তি করে ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানদের উপর বিভিন্ন রাজ্যে আক্রমণ সংগঠিত করছে।

