আগরতলা, ২৬ এপ্রিল: আগামীকাল টেট টু পরীক্ষা। পরীক্ষার্থীদের উদ্দ্যেশে বার্তা দিলেন টিআরবিটি চেয়ারম্যান ড: প্রত্যুষ রঞ্জন দেব।
এদিন তিনি বলেন, আগামীকাল টেট টু এবং ৪ মে পেপার ওয়ান পরীক্ষার কেন্দ্র ত্রিপুরার আটটি জেলাতেই রয়েছে। টেট টু তে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৩৫ হাজার এবং পেপার ওয়ানে প্রায় ৯ হাজার। প্রত্যেক জেলার হেডকোয়ার্টারে পরীক্ষার সমস্ত সামগ্রী পৌঁছে গিয়েছে। আগামীকাল সকাল ৮ টা থেকে প্রত্যেক জেলার ট্রেজারী থেকে এডভাইজাররা পরীক্ষার সমস্ত সামগ্রী নিয়ে রওয়ানা দেবেন।
এদিন তিনি টিআরবিটির তরফ থেকে প্রত্যেক পরীক্ষার্থীর কাছে সঠিক সময় অর্থাৎ সকাল ১০ টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার আবেদন করেন। পরীক্ষা সকাল ১১ টা থেকে শুরু হবে। যথা সময়ে পৌঁছে যাওয়ার আবেদন করেন তিনি।

