বেকারদের কর্মসংস্থান সহ তিন দফা দাবিতে মুখ্যসচিবের কাছে ডেপুটেশন যুব কংগ্রেসের

আগরতলা, ২৫ এপ্রিল: বেকারদের কর্মসংস্থান, গ্রুপ সি এবং ডি নিয়োগে মৌখিক পরীক্ষা বাতিল সহ তিন দফা দাবিতে মুখ্যসচিবের কাছে ডেপুটেশনে মিলিত হয়েছে যুব কংগ্রেস। কিন্তু মুখ্যসচিব না থাকায় তাঁর হয়ে ডেপুটেশন গ্রহণ করেন পরিবহন সচিব টি কে দেবনাথ।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা বলেন, রাজ্যে নিয়োগ প্রক্রিয়া ধীর গতিতে চলছে। যা বেকার শিক্ষিত যুবকদের উপর অসীম হতাশা বাড়াচ্ছে। প্রতিবছর ডিগ্রী কলেজ এবং বিভিন্ন কলেজ থেকে হাজার হাজার শিক্ষার্থী পাস করে বের হচ্ছে। যেমন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, জাতীয় কৃষি বিশ্ববিদ্যালয়, ফিশারী বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়। সংশ্লিষ্ট কোর্স শেষ করার পরে, কেন্দ্রীয় নিয়োগ সংস্থা এবং অন্যান্য রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ার বিলম্বের কারণে ভবিষ্যতের অনিশ্চয়তা বড় হয়ে যাচ্ছে।

এদিন তিনি আরও বলেন, টিপিএসসির মাধ্যেমে বিভিন্ন পদের শূন্যপদ পূরণের জন্য বছরে একবার করে পরীক্ষা নেওয়া দরকার। যেমন অসম পাবলিক সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস, বিহার পাবলিক সার্ভিস, রাজস্থান পাবলিক সার্ভিস। তাতে সর্বোচ্চ সংখ্যা গড়ের পরিবর্তে অল্প সময়ের মধ্যে নিয়োগ সম্ভব হতে পারে। তাতে পরীক্ষার্থীদের মানসিক চাপ এবং যন্ত্রণা কমাতে পারে। পাশাপাশি গ্রুপ সি এবং ডি নিয়োগে মৌখিক পরীক্ষা বাতিলেরও দাবি জানিয়েছে যুব কংগ্রেস।