শ্রীনগর, ২৫ এপ্রিল (হি.স.): কংগ্রেস সাংসদ এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী শুক্রবার সকালে শ্রীনগরে পৌঁছন। তিনি এদিন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। পাশাপাশি তিনি জম্মু ও কাশ্মীরের কংগ্রেস নেতাদের সঙ্গেও দেখা করেন। তাঁদের সঙ্গে আলাপ-আলোচনাও করেন।
জম্মু ও কাশ্মীরে পর্যটকদের উপর নৃশংস জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। দেশজুড়ে এই ঘটনার নিন্দা ও ক্ষোভের আবহে কেন্দ্রীয় সরকারের যে কোনও কড়া পদক্ষেপের পূর্ণ সমর্থন জানিয়েছেন রাহুল গান্ধী।

